Sunday, 11 December 2016

এবার যেকোনো ছবি থেকে লিখা মুছুন খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড সম্পুর্ণ ঠিক রেখে। (ফটোশপ CS6-এর ম্যাজিক)

প্রিয় টেকটিউনস ভিউয়ার্স আজও আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফটোশপ সি.এস.সিক্স -এর ফিচার সম্পর্কিত একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে।

Photoshop CS6 Extended Portable
আজকে আমরা দেখব ফটোশপ সি.এস.সিক্স-এ কিভাবে যেকোনো ইমেইজ থেকে যেকোনো টেক্সট/লিখা মুছে ফেলা যায় ছবির পেছনের ব্যকগ্রাউন্ড সম্পূর্ণ ঠিক রেখেই। খুব সহজ ভাবে বলতে গেলে আমরা অনেকেই বিভিন্ন দরকারে বিভিন্ন পিকচার-এ থাকা যেকোনো টেক্সট/লিখা মুছতে গেলে দেখতে পাই, ছবির পেছেনের ব্যকগ্রাউন্ড পুরোপুরি না হলেও আংশিক-ভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার কারনে ছবি দেখলে বুঝাই যায় এখানে আগে কিছু ছিল। তো এই কাজটি (ছবি থেকে লিখা মুছে ফেলা) যদি আমরা ফটোশপ সি.এস.সিক্স-এ করি তাহলে দেখব পিছনের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে  এবং কেউ দেখলে বুঝতেই পারবে না যে, এখানে (লিখা থাকা যায়গায়) আগে কিছু ছিল।
তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। আমার এই টিউন কোনো এক্সপার্ট ভাইদের জন্য না। আমার টিউটোরিয়াল বা টিউন-এ যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সবাই ক্ষমাসুলভ দৃস্টিতে দেখবেন এই কামনায় আমি আপনাদের কাছ হতে বিদায় নিচ্ছি আল্লাহ্‌-হাফেজ।
আমার পুর্বপ্রকাশিত টিউন দেখতে ক্লিক করুন এখানেঃ
যেকোনো ছবি থেকে লিখা মুছার ভিডিও টিউটোরিয়াল দেখুন এখানে

Related Posts

এবার যেকোনো ছবি থেকে লিখা মুছুন খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড সম্পুর্ণ ঠিক রেখে। (ফটোশপ CS6-এর ম্যাজিক)
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.