Showing posts with label Others. Show all posts
Showing posts with label Others. Show all posts

Sunday, 18 December 2016

আপনার ফেসবুক প্রোফাইল ভিজিটরদের খুজে বের করুন অনেক সহজে।

আজকের টিউনএর বিষয়ট আপনারা উপরের টাইলটেলটা দেখে এতক্ষনে অবশ্যই বুঝে গেছেন। আধুনিকতার এই যুগে আমরা ফেসবুক ব্যবহার করিনা এমন মানুষ খুজে পাওয়া সত্যিই অনেক কঠিন। আমাদের এই ফেসবুক প্রোফাইল কারা বা আমাদের কোন কোন বন্ধু এসে ভিজিট করল এই বিষয়টি আমাদের অনেকেরই মাঝে মাঝে জানতে ইচ্ছে করে। তো বন্ধুরা আসুন কি করে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল ভিজিটরদের খুজে বের করব সেটা দেখি।
প্রথমে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করব।
আপনার পোফাইলে প্রবেশের পর আপনি প্রোফাইলের বামে গিয়ে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করুন। এরপর আপনি view page sourch এ ক্লিক করুন। তাহলে আপনি নিচের চিত্রের মতো page sourch অপশনে চলে যাবেন। অথবা, আপনি বিষয়টি আরো ভালোভাবে বুঝতে ভিডিওটি দেখুন।
page sourch এ যাওয়ার পর আপনি আপনার কিবোর্ডে CTRL+F চেপে Find বারটি নিয়ে আসুন। এরপর সেখানে আপনি "initialchatfriendslilst" লিখাটি লিখে ইন্টার চাপুন।তাহলে  আপনি নিচের চিত্রে দেখানো সবুজ ঘরের মতো অনেক গুলো নিউমেরিক আইডি পাবেন। সেখান থেকে আপনি প্রত্যকটি আইডি প্রথম থেকে আলাদা আলাদা করে নিয়ে আপনার প্রোফাইল url এ আপনার প্রফাইল name এর জায়গায় একটা একটা করে আইডি বসালেই আপনি দেখতে পাবেন আপনার ফেসবুক প্রোফাইল ভিজিটর কারা। চাইলে আপনি ভিডিওটি দেখে আরো ভালোভাবে প্রোফাইল ভিজিটর খুজে বের করা শিখে নিতে পারবেন...

Sunday, 11 December 2016

এবার যেকোনো ছবি থেকে লিখা মুছুন খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড সম্পুর্ণ ঠিক রেখে। (ফটোশপ CS6-এর ম্যাজিক)

এবার যেকোনো ছবি থেকে লিখা মুছুন খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড সম্পুর্ণ ঠিক রেখে। (ফটোশপ CS6-এর ম্যাজিক)

প্রিয় টেকটিউনস ভিউয়ার্স আজও আমি আপনাদের সামনে হাজির হয়েছি ফটোশপ সি.এস.সিক্স -এর ফিচার সম্পর্কিত একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে।

Photoshop CS6 Extended Portable
আজকে আমরা দেখব ফটোশপ সি.এস.সিক্স-এ কিভাবে যেকোনো ইমেইজ থেকে যেকোনো টেক্সট/লিখা মুছে ফেলা যায় ছবির পেছনের ব্যকগ্রাউন্ড সম্পূর্ণ ঠিক রেখেই। খুব সহজ ভাবে বলতে গেলে আমরা অনেকেই বিভিন্ন দরকারে বিভিন্ন পিকচার-এ থাকা যেকোনো টেক্সট/লিখা মুছতে গেলে দেখতে পাই, ছবির পেছেনের ব্যকগ্রাউন্ড পুরোপুরি না হলেও আংশিক-ভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার কারনে ছবি দেখলে বুঝাই যায় এখানে আগে কিছু ছিল। তো এই কাজটি (ছবি থেকে লিখা মুছে ফেলা) যদি আমরা ফটোশপ সি.এস.সিক্স-এ করি তাহলে দেখব পিছনের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে  এবং কেউ দেখলে বুঝতেই পারবে না যে, এখানে (লিখা থাকা যায়গায়) আগে কিছু ছিল।
তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই। আমার এই টিউন কোনো এক্সপার্ট ভাইদের জন্য না। আমার টিউটোরিয়াল বা টিউন-এ যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সবাই ক্ষমাসুলভ দৃস্টিতে দেখবেন এই কামনায় আমি আপনাদের কাছ হতে বিদায় নিচ্ছি আল্লাহ্‌-হাফেজ।
আমার পুর্বপ্রকাশিত টিউন দেখতে ক্লিক করুন এখানেঃ
যেকোনো ছবি থেকে লিখা মুছার ভিডিও টিউটোরিয়াল দেখুন এখানে

Saturday, 10 December 2016

খুব সহজেই Pendrive Bootable করুন কোন ISO ফাইল ছাড়াই, আর Pendrive দিয়েই পিসিতে যেকোন Windows দিন। Must See! (ভিডিও টিউটোরিয়াল)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালই আছেন।আমিও আল্লাহ তালার রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের একটা Exciting পদ্ধতি শেখাবো। সেটা হল কিভাবে খুব সহজেই কোনো ISO ফাইল ছাড়াই পেনড্রাইভ বুটেবুল করবেন। এটা হয়ত অনেকেই জানেন, আবার হয়ত অনেকেই জানেননা যারা জানেননা তাদের জন্যই আমার এই টিউটোরিয়াল। তাহলে চলুন শুরু করা যাক।
পেনড্রাইভ বুটেবুল করার সুবিধা হল আমরা যে পেনড্রাইভ বুটেবুল করব সেটা দিয়ে পিসিতেWINDOWS দিতে পারব। কোনো Windows CD লাগবেনা Windows দেয়ার সময়। এতে করে আমাদের অনেকেরই যাদের পিসিতে CD Drive নেই তারা সহজেই পেনড্রাইভ দিয়েই Windows দিতে পারব। আর পেনড্রাইভ দিয়ে Windows দিতেও CD থেকে দেয়ার চাইতে কম সময় লাগে। এতে পেনড্রাইভ এর কোনো ক্ষতি হবেনা। Windows দেয়ার পর পেনড্রাইভ ফর্মাট করলে আবার যেকোন কাজে ব্যবহার করা যাবে। আবার পরে Windows দিতে চাইলে আবার বুটেবুল করা লাগবে।
আর আজকে আমি পেনড্রাইব বুটেবুল করার এমন একটা পদ্ধতি শেখাবো যে পদ্ধতিতে কোনো ISO ফাইল ছাড়াই Pendrive bootable করা যায়। এতে করে যাদের ইন্টারনেট লিমিটেট তাদের একটু সুবিধা হবে। আর কষ্ট করে ৩-৪ জিবি mb খরচ করে ISO ডাউনলোড করা লাগবেনা। আপনারা সরাসরি Windows7/8/8.1/10 যেকোন windows এর CD Disk থেকেই pendrive bootable করতে পারবেন। এর জন্য আপনার নিজের বা CD drive আছে এমন একটা বন্ধুর পিসি লাগবে।
প্রথমে এখান থেকে বুটেবুল করা জন্য "windowstousblite" Software টি ডাউনলোড করে নিন। এবার যে Windows এর জন্য Bootable Pendrive বানাতে চান সেটা CD Drive এ insert এবং Pendrive (কমপক্ষে ৮ জিবি হতে হবে) Insert করুন। এবার windowstousblite open করে অই Drive টি দেখিয়ে দিয়ে Start করতে হবে। তাহলেই আপনার কাজ শেষ।

এবার আরামসে Pendrive দিয়েই Windows দিন। টিউনটি ভাল লাগলে অবশ্যই আমার চ্যনেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং প্রিয়তে রাখবেন। আর যেকোন সমস্যা বা প্রশ্ন থাকলে টিউমেন্টে লিখবেন, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ।
Unlimited ক্রেডিট নিয়ে, যেকোন নম্বরে ফি’তে কথা বলুন হোয়াটস কলের মাধ্যমে (একদম সহজ পক্রিয়া)।

Unlimited ক্রেডিট নিয়ে, যেকোন নম্বরে ফি’তে কথা বলুন হোয়াটস কলের মাধ্যমে (একদম সহজ পক্রিয়া)।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে হোয়াটস কলের ক্রেডিট হ্যাক করে আনলিমিটেড কথা বলতে হয়। আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা পিসি ইভয় ডিভাইস থেকেই ব্যবহার করতে পারবেন। এটা করতে আপনার ফোন রুট করার প্রয়োজন নেই। যে কেউ ইউস করতে পারবেন। পিসি ইউজার BlueStacks /Andy/Memu দিয়ে চালাইতে পারবেন।
এর জন্য আপনার শুধুমাত্র একটি App লাগবে। App টি ডাউনলোড করার জন্য PlaySTORE এর ডাইরেক্ট লিংক দিলাম। Pay Store Download Link এই লিংক এ গিয়ে  App টি Instail দিন।
Instail দেওয়ার পর Open করলে নিচের ছবির মত দেখতে পাবেন।সেখানে আপনার Phone Number দিয়ে Sign UP/Login এ ক্লিক করুন। নিচের ছবির মত
তারপর আপনারPHONE NUMBER এ একটি ভেরিফিকেশন Code যাবে, সেই Code দিয়ে Verifyed করার পর Password দিয়ে Done করুন।
তারপর Profile এ নাম ও ছবি দিয়ে Get Started এ ক্লিক করুন।
আপনি একাউন্ট করার জন্য ১০০০ ক্রেডিট বোনাস পাবেন এবং Profile ফুল ফিল করলে আরও ৩০০ ক্রেডিট বোনাস পাবেন। নিচের ছবির মত
তারপর Credits অফশন এ গিয়ে Go তে ক্লিক করুন আর ক্রেডিট পান। নিচের ছবির মত
তারপর যেকোনPHONE Number এ কথা বলুন সম্পূর্ণ ফি’তে।
কোন সমস্যা হলে টিউমেন্ট করুন।
আল্লাহ হাফেজ।

Sunday, 4 December 2016

কিভাবে আপনার কম্পিউটার থেকে ফেসবুকে লাইভ করবেন(ভিডিও)

আসালামু আলাইকুম, আসা করি সবাই ভাল আছেন।
বন্ধুরা আজ আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ফেসবুক লাইভ। আজ আপনাদের দেখাব কিভাবে কম্পিউটার থেকে ফেসবুকে লাইভে যেতে হয়। এখানে আপনি আপনার কম্পিউটার থেকে ভিডিও, খেলা, লাইভ শো ইত্যাদি লাইভ করতে পারবে।
এর জন্য আপনাকে তিনটি কাজ করতে হবে।
১। আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে।
২। কি লাইভ করবেন সেটা প্রস্তুত করতে হবে।
৩। লাইভ করতে হবে।
১। সফটওয়্যার ইনষ্টলঃ
প্রথমে আপনাকে Xsplit নাকে একটি সফটওয়্যার ইনষ্টল করতে হবে।ডাউনলোড লিংক  থেকে সফটওয়্যার টি ডউনলোডে করে নিতে পারেন। এরপর ডাউনলোড করে সফটওয়্যার ইনষ্টল করতে হবে।ইনষ্টল হয়ে গেলে আপনাকে রেজিস্টেশন করতে হবে। এরপর লগইন করতে হবে।   কিভাবে  সফটওয়্যার ইনষ্টল কবেন তা নিচের ভিডিওটি  দেখতে পারেন।
২। প্রচ্ছেদ প্রস্তুত করাঃ
সফটওয়্যারটি ইনষ্টল হলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যা প্লে করতে চান তা অ্যাড করতে হবে। এখানে নিচে অ্যাড অপশন এ কিছু অপশন আছে। এখান থেকে আপনি বিভিন্ন ভিডিও, আপনার ডেস্কটব স্ক্রিন, ছবি, HTML, আর আনেক কিছু অ্যাড করতে পারবেন। ভিডিওটি দেখে আর বিস্তারিত ভাবে দেখতে পারে।
৩। লাইভঃ
প্রথমে আপনকে উপরে আউটপুট অপশন থেকে সেটআপ নিউ আউটপুট অপশন এ যেতে হবে। তারপর এখান থেকে ফেসবুক লাইভ অপশন সিলেক্ট করতে হবে। তারপর প্রয়োজনীয় কিছু অপশন পরিবর্তন করে অকে দিতে হবে। তারপর আউটপুট থেকে ফেসবুক এ ক্লিক করবেন। দেখবে লাইভ হচ্ছে। আরো জানতে ভিডিও দেখতে পারেন।
আমার টিউনটি আপনাদের ভাল লাগলে টিউমেন্ট বক্সে টিউমেন্ট করবেন।

দেখে নিন কিভাবে ফেসবুক এ Tag সিস্টেম Off করবেন। ভিডিও টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ উপরের Titile দেখে অনেকই বুঝতে পারছেন, আজ আমি দেখাব কিভাবে ফেসবুক এ Tag সিস্টেম Off করবেন।
প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন তারপর Settings এ যান তারপর Timeline and Tagging এ গিয়ে Review tags friends add to your own posts before the tags appear on Facebook? এইটিতে ক্লিক করে On করে দিন।
যদি লেখা পরে বুজতে কারো সমস্যা হয় তাহলে নিচের বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।

আজ এই পর্যন্তই পরের টিউন এ আবার দেখা হবে।