Saturday 30 July 2016

দুধ-আনারস একসঙ্গে খেলে কী হয়?



আনারস খুব উপাদেয় ফল। এর মধ্যে রয়েছে ভিটামিন এ এবং সি। রয়েছে ক্যালসিয়াম,পটাশিয়াম ও ফসফরাস। আর দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করি। তবে আনারস আর দুধ একসঙ্গে খেলে মানুষ বিষক্রিয়া হয়ে মারা যায়-এ রকম একটি ধারণা প্রচলিত আছে। বাড়ির বয়োজ্যেষ্ঠরা অনেক সময় ছোটদের এ খাবার একসঙ্গে খেতে নিষেধ করেন। তবে আসলেই কি এ রকম হয়? আসুন জেনে নিই আসলে কী হয় আনারস আর দুধ একসঙ্গে খেলে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়ে কেউ মারা যায় এই ধারণা ভুল। এগুলো এক ধরনের ফুড ট্যাবু বা খাদ্য কুসংস্কার।’
অধ্যাপক আবদুল্লাহ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আনারস একটি এসিডিক এবং টকজাতীয় ফল। দুধের মধ্যে যেকোনো টকজাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। এটা কমলা ও দুধের বেলায় বা লেবু ও দুধের বেলাতেও ঘটে। ফেটে যাওয়া দুধ খেলে খুব বেশি হলে বদ হজম, পেট ফাঁপা, পেট খারাপ– এ ধরনের সমস্যা হতে পারে, তবে বিষক্রিয়ার কোনো আশঙ্কা নেই। যাদের গ্যাসট্রিকের সমস্যা রয়েছে, খালি পেটে আনারস খেলে তাদের এই সমস্যা বেড়ে যেতে পারে।’
একই বিষয়ে কথা হয় হলি ফ্যামিলি মেডিকেল কলেজের রেজিস্ট্রার ও মেডিসিন বিভাগ ডা. শ আ মোনেমের সঙ্গে। তিনি বলেন, ‘এমন কখনো দেখিনি যে দুধ-আনারস একসঙ্গে খেয়ে মানুষ মারা গেছে। এটা একটা কুসংস্কার। আমরা তো অনেক সময় ডেজার্ট, কাস্টার্ড বা স্মুদিতে আনারস-দুধ একত্রে মিশিয়ে খাই। এগুলো খেলে তো কোনো সমস্যা হয় না।’
অ্যাপোলো হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন, ‘আনারস একটি এসিডিক খাবার। আর দুধ হলো অ্যালকালাইন বা ক্ষার। দুধ যদি পাস্তুরিত না হয়, তবে কাঁচা দুধ ও আনারসের সমন্বয়ে শরীরে বিক্রিয়া হতে পারে। দুধের সঙ্গে আনারসের সঠিক সমন্বয় না হলে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এ ক্ষেত্রে অন্যান্য খাবারের বেলাতেও একই বিষয় হতে পারে।’
তামান্ন চৌধুরী আরো যোগ করেন, ‘আমরা বিভিন্ন সময়ই পাইনা অ্যাপেল কাস্টার্ড, ডেজার্ট, পাইন অ্যাপেল স্মুদি, পাইন অ্যাপেল মিল্ক সেক, পাইন অ্যাপেল সালাদ, পাইন অ্যাপেল ইয়োগার্ট ইত্যাদি খাই। এতে সমস্যা হয় না। কারণ এগুলোর মধ্যে খাদ্যের সঠিক সমন্বয় থাকে এবং নিয়মমাফিক বা সঠিক নিয়মে বানানো হয়। আর হয়তো এক গ্লাস দুধ খেলেন, পাশাপাশি আনারস খেয়ে নিলেন তাহলে সঠিক খাদ্যের সমন্বয় হয় না। এ ক্ষেত্রে সঠিক সমন্বয় না হওয়ার ফলে পাতলা পায়খানা, বদ হজম, এসিডিটি ইত্যাদি সমস্যা হতে পারে। তবে বিষক্রিয়া হয়ে মৃত্যু হওয়ার আশঙ্কা নেই।’
তবে ডা. এ বি এম আবদুল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, ‘আনারস আর দুধ বিরতি দিয়ে খাওয়াই ভালো। দুই থেকে তিন ঘণ্টা বিরতি দিয়ে খাওয়া যেতে পারে। নয়তো অনেক সময় পেটে গিয়ে হজমের সমস্যা হতে পারে। তবে যদি সঠিক নিয়মে খাবার বানানো হয় এবং সঠিক খাদ্যের সমন্বয় থাকে তাহলে কোনো সমস্যা হবে না। দুধ ফুটিয়ে নিলে বা প্রসেস করে নিলে টক্সিটিক বিষয়টি আর থাকে না, তখন খাওয়া যেতে পারে। তাই আনারস-দুধ সঠিক নিয়মে এবং সঠিক খাদ্যের সমন্বয়ে খাওয়া যেতে পারে।’
এবার আপনার ফোনে কেউ ভুল Password দিলেই আপনার Android ফোন ছবি তুলে নেবে।

এবার আপনার ফোনে কেউ ভুল Password দিলেই আপনার Android ফোন ছবি তুলে নেবে।

আসসালা মলাইকুম
আসা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি Android App। এই এপটি অনেক কাজের।এটি Gogle Play Store এর Paid app।
App Name: HiddenEay Plus
Size: 952KB only
অনেক সময় এমন যে আপনি কোথাও ফোন রেখে গেলে সেটি অনেক সময় আপনার বন্ধু বা অন্য কেউ নাড়াচাড়া করে। আপনি বুঝতে পারেন না।
এবার আর তা হবে না কারন কেউ আপনার ফোন টিপাটিপি করলে আপনি বুঝতে পারবেন।
আপনার মোবাইলে কেউ ভূল প্যাটার্ন চাপল। সাথে সাথে এই এপটি তার ছবি তুলবে।
নিচের Link থেকে অ্যাপটি প্রথমে ডাউনলোড করে নিন।
Download Link: Click hear
N.B Download করার জন্য প্রথমে
Slow Download।তাপরে নিচে Secend শেষ হলে তার উপরের Captcher লিখে Download link এ ক্লিক করেন তারপরে link এ ক্লিক করেন।
কিভাবে ব্যবহার করবেন তা দেখে নিন।
* Enable screen security lock on your phone.
* Install and launch the app "HiddenEye Plus"
* Set the Security Status to ON.
* Activate the device admin for HiddenEye Plus and that's it.
You are now ready for the action.
Uninstall কিভাবে দিবেন তা দেখে নিন।
* Set the Security Status to "OFF"
*Uninstall this app.
১০০% কাজ করবে।এর জন্য আপনার ফোনে Patarn Lock আথবা পাসওয়াড Enble করা লাগবে।
তারপর একবার PW ভুল হলেই ছবি উঠে যাবে।
ভুল হলে ক্ষমা করবেন।Trickhome এর সাথেই থাকবেন।সবাই ভাল থাকবেন ধন্যবাদ।

Friday 22 July 2016

তৈরি হচ্ছে ফেসবুকের বিমান

তৈরি হচ্ছে ফেসবুকের বিমান







যুক্তরাজ্যের সমারসেটের একটি কারখানায় নিজেদের প্রথম ড্রোন বিমান তৈরি করছে ফেসবুক। তবে যাত্রী পরিবহন, যুদ্ধ বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, উন্নয়নশীল দেশের লাখ লাখ মানুষকে ইন্টারনেটের আওতায় আনার উদ্দেশ্যে তাদের এই বিমান নির্মাণ। এটি একটি বিদ্যুৎ চালিত চালকবিহীন বা ড্রোন বিমান। সেটি আকাশে উড়ে উড়ে দুর্গম এলাকার মানুষদের ইন্টারনেট সেবা দেবে। ফেসবুকের বিমান নির্মাণের এই প্রজেক্টের নাম একুইলা। এখানে সৌরশক্তি চালিত একটি বিমান নির্মাণ করা হচ্ছে, যেটি মাসের পর দুর্গম এলাকার আকাশে উড়তে পারবে। ফলে যেসব এলাকায় বিমানটি উড়বে, সেখানকার বাসিন্দারা এটি থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। দুই বছর আগে ব্রিটেনের একটি ড্রোন নির্মাণ প্রতিষ্ঠান কিনে নেয় ফেসবুক। সেই প্রতিষ্ঠানেই তৈরি হচ্ছে এই বিমান। প্রথম বিমানটির পরীক্ষা শেষ হয়েছে যেটি আকাশে নব্বই মিনিট উড়েছে। প্রজেক্টের প্রকৌশলী অ্যান্ডি কক্স বলছেন, আমাদের এখনো অনেক কাজ বাকি রয়েছে। কারণ এই বিমানটি আকাশে একটানা অন্তত তিনমাস উড়বে এবং অন্য কোন সিগন্যালে সমস্যা না করে ইন্টারনেট সেবা দেবে। এখন পর্যন্ত সৌরবিদ্যুত চালিত বিমান সর্ব্বোচ্চ আকাশে উড়েছে দুই সপ্তাহ। ফলে ফেসবুক যে পরিকল্পনা করছে, সেটি বাস্তবায়ন করতে হলে তাদের আরো অনেক কাজ সত্যিই বাকি রয়েছে। সূত্র : বিবিসি

Grameenphone 1GB at Only Tk 89




Terms & Conditions:
  • 1GB at Tk 89 (Inclusive of SD+VAT+SC) valid for 7 Days
  • Activation Code : *5000*202#
  • This offer will continue till 22 July, 2016
  • Offer applicable for all prepaid and postpaid customers and can be purchased upto 10 times within campaign period
  • After Internet Volume Expiration customers will be charged Tk .01/10KB (till validity exists, up to 200 Taka)
  • Unused Data Volume will not be carried forward
  • Dial *121*1*2# to know internet balance

Tuesday 19 July 2016

Free Download My WiFi Router 3.0




My WiFi Router is a lightweight application that mimics a physical WiFi router and then turns your PC into a Wi-Fi Hotspot.
With My WiFi Router you can share a single internet connection (LAN, Ethernet, Data-Card, 3G/4G, Wifi) with multiple devices such as laptops, smartphones, android phones, PDAs, and iPads. Not only can you share the connection, but you can also share videos across those connected devices too.
My WiFi Router gives you access to all the information you need about the connected devices on the network, such as the name, IP Address, and Mac Address. You can also have the ability to manage those connected devices too.
My WiFi Router is very easy to use; download & install, input a hotspot name and password and start up a connection, it's that simple. But, the really neat thing about My WiFi Router is the ability to extend the wireless range of your default device. This fact alone makes My WiFi Router one of those applications you really should have in your tool-kit.

Download Now

Tuesday 12 July 2016

ইস! কৌশলটা আগে জানা থাকলে বাবা স্ট্রোক করে মারা যেতেন না!!!!!






  • চীনের অধ্যাপকরা বলছেন যে কারো স্ট্রোক হচ্ছে যদি এমন দেখেন তাহলে আপনাকে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে।

যখন কেউ স্ট্রোকে আক্রান্ত হয় তার মস্তিষ্ক কোষ ধীরে ধীরে প্রসারিত হয়।মানুষের ফার্স্ট এইড এবং বিশ্রামের প্রয়োজন হয়।



যদি দেখেন স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে সরানো যাবে না কারন মস্তিষ্কে রক্তক্ষরণ বিস্ফোরিত হতে পারে, এটা ভাল হবে যদি আপনার বাড়ীতে পিচকারি সুই থাকে, অথবা সেলাই সুই থাকলেও চলবে , আপনি কয়েক সেকেন্ডের জন্য আগুনের শিখার উপরে সুচটিকে গরম করে নেবেন যাতে করে জীবাণুমুক্ত হয় এবং তারপর রোগীর হাতের 10 আঙ্গুলের ডগার নরম অংশে ছোট ক্ষত করতে এটি ব্যবহার করুন।এমনভাবে করুন যাতে প্রতিটি আঙুল থেকে রক্তপাত হয়, কোন অভিজ্ঞতা বা পূর্ববর্তী জ্ঞানের প্রয়োজন হবে না।কেবলমাত্র নিশ্চিন্ত করুন যে আঙ্গুল থেকে যথেষ্ট পরিমাণে রক্তপাত হচ্ছে কি না। এবার 10 আঙ্গুলের রক্তপাত চলাকালীন, কয়েক মিনিটের জন্য অপেক্ষা করুন দেখবেন ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে উঠছে।



যদি আক্রান্ত ব্যক্তির মুখ বিকৃত হয় তাহলে তার কানে ম্যাসেজ করুন। এমনভাবে তার কান ম্যাসেজ করুন যাতে ম্যাসেজের ফলে তার কান লাল হয়ে যায় এবং এর অর্থ হচ্ছে কানে রক্ত পৌঁছেছে।



তারপর প্রতিটি কান থেকে দুইফোঁটা রক্ত পড়ার জন্য প্রতিটি কানের নরম অংশে সুচ ফুটান।কয়েক মিনিট অপেক্ষা করুন দেখবেন মুখ আর বিকৃত হবে না।আরও অন্যান্য উপসর্গ দেখা যায়। যতক্ষণ না রোগী মোটামুটি স্বাভাবিক হচ্ছে অপেক্ষা করুন। কিছুক্ষণ অপেক্ষা করেই যথাসম্ভব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করান। জীবন বাঁচাতে রক্তক্ষয় পদ্ধতি চীনে প্রথাগত ভাবে চিকিৎসার অংশ হিসেবে ব্যবহার হয়ে আসছে। এবং এই পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ,100% কার্যকরী প্রমাণিত হয়েছে। 
এই পোস্টটিকে  শেয়ার করলে ব্যাপারটা সবাই জানতে পারবে। দয়া করে এটিকে বেশি বেশি করে শেয়ার করুন।
যদি কেউ মনে করে বিশেষজ্ঞ চিকিৎসক এর সাথে আলোচনা করতে পারেন।


মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।


সুত্র :ইন্টারনেট

Friday 1 July 2016

“Mobile Network Not Available” Error Fix (100% working)

“Mobile Network Not Available” Error Fix (100% working)

How to Fix Mobile Network Not Available Problem


What you feel when you unlock your mobile to call someone and getting mobile network not availablemessage on your screen! Isn’t it frustrated? Well yes, but no need to worry. I got the best solution for mobile network not available error. Most commonly this error (no mobile network) is seen on Samsung Galaxy devices. Mobile network not availableerror also found on some other android smartphones.
I was facing no mobile network or mobile network not available error on my Samsung galaxy s3 mobile, I read many solutions on internet and tried them but none of them was able to solve this error. Then after I tried some basic methods and it works! So here I am going to share all those working methods to solve network unavailable problem.

No Network Available, Network Unavailable Error Fix

How to Fix ”Mobile Network Not Available” in Samsung Galaxy?

Network not available error is found mostly on Samsung galaxy S3, S4, S5, S6 and Note 3. So here I am sharing different methods to overcome this problem. Follow the steps carefully to fix mobile network not available.

Method – 1 

This method is used to select network operator manually.
  1. Go to Menu-> Setting
  2. Find and Click on Wireless and Networks
  3. Tap on Mobile Networks
  4. There will be option to choose Mobile Operator
  5. Tap on Manual and find your operator
  6. After choosing operator Restart your mobile
  7. Yea, you did it!

Method – 2

Due to improper broadcasting of radio signals from your device may get this error. Here is a solution that will overcome mobile network not available problem.
  1. Open dialer and dial *#*#4636#*#*
  2. Testing Menu will be prompt
  3. Now tap on Phone/Device Information
  4. Then you’ll find ‘Run Ping Test’ button, click on that
  5. One drop-down menu will appear, click on that and select GSM Auto (PRL)
  6. Now click on Turn Radio Off button
  7. Restart your device, done!

Method – 3

Sometimes this error may come due to firmware problem. So better first you update firmware and then check whether error (no network error) is solved or not.
  1. Go to Menu then navigate to Setting
  2. Scroll down and click on About Device
  3. There will be option to check Software Update click on that
  4. Install latest updated then restart your mobile, done!

Method – 4

If none of above method works then this is the last option you have to do. Try factory reset to solve mobile network not available error.
  1. Go to Setting
  2. Find Back up and Reset and click on that
  3. Tap on Factory Data Reset
  4. Your device will restart and error may be fixed!
Extra Tip: Some times this problem caused by improper placement of SIM card, hence MOBILE NETWORK NOT AVAILABLE may occur. So remove SIM card and place it properly!
Hope you find solution to fix mobile network not available problem. You can try these methods on Samsung galaxy S3, S4, S5 and Samsung galaxy note 3. If you’re still facing any problem to overcome no mobile network problem then just comment below, we’ll respond you as soon as possible and help you to fix this problem.

How to force 3G only mode on any Android device

Many Android devices lack the option of enabling 3G only mode, providing only an option to switch to 3G preferred mode only. Often, 3G/WCDMA preferred mode leads the phone to switch to 2G in case 3G signals aren't that strong. While it isn't always good to operate your phone on weak signals, there are situations where you need faster interenet connection which makes sticking to 3G a must.

Enable 3G only network mode on any Android device:

  • Go to your Phone/Dialer app and dial the following USSD code: *#*#4636#*#*
  • A popup window will open something like this:
  • Select the first option from the list that appears i.e. Phone Information
  • Scroll down till you get to the Set preferred network type heading. By default, it might be on GSM only (i.e. 2G only) or WCDMA preferred (i.e. 3G preferred). Change this option to WCDMA only and your phone will automatically switch to 3G only mode.
  • Unless you understand what you are doing, don't tweak any other option in this menu as it can lead to problems.
If you are having a dual sim phone, you can go to Wireless and Networks >> More >> Mobile Networks >> 3G service and select which sim you want to activate 3G on.
Bonus tip: If you select the third option i.e. Usage statistics(from the popup that appears after dialing the USSD code *#*#4636#*#*), you will see an interesting breakdown of the time you've spent on your phone - which app you've used for the longest duration, which app has been launched the highest times etc.