Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Friday, 5 August 2016

আকাশে বিজলি চমকালে ইলেকট্রনিক যন্ত্র থেকে দুরে থাকুন: সচেতনতামূলক টিউন।

আকাশে বিজলি চমকালে ইলেকট্রনিক যন্ত্র থেকে দুরে থাকুন: সচেতনতামূলক টিউন।





বিজলি চমকাচ্ছিল তখন রাত 12 টার মতো বাজে। তাই বিদ্যুৎ ও চলে গেল। আমি আইপিএস থেকে আসা বিদ্যুৎ সংযোগ ল্যাপটপে নিয়ে একটা বিজনেস আইডি কার্ড বানাইতেছিলাম। ইন্টারনেট সংযোগ ছিল রাউটারের মাধ্যমে। রাউটার টি ছিল চালের উপর লাগানো। তো আমি আমার পা টা মেঝেতে রেখে ক্যাবল কালেক্ট প্লাস্টিকের মাউস এবং কীবোর্ড দিয়ে কাজ করতেছি। একটু পর আসে পাশেই মনে হয় একটি বজ্রপাত হলো। বিকট শব্দ হলো। কিন্তু এইদিকে বজ্রপাতটি আমাকেই আঘাত করলো মাউসের মাদ্ধমে। মাউসটি মনে হয় লাল হয়ে গেল এবং আমাকে অনেক জোরে একটি শক করলো যা ডাইরেক্ট বুকে অনেক জোরে আঘাত করলো। এক সেকেন্টে আমার কি হলো তা আমিই শুধু বুঝলাম। তারপর চিল্লিয়ে অন্য রুমে চলে গেলাম। বুঝলাম না কোন দিক/লাইন দিয়ে মাউসে, তারপর আমাকে শক করলো বজ্রপাত। হয়তোবা রাউটার থেকে নেটওয়ার্ক এর মাধ্যমে অথবা আইপিএস এর মাধ্যমে।
এর আগের ঘটনা, তখন 2008-2009 হবে। আমি মোবাইলে fm রেডিও ধরানোর জন্য হোস্টেলের চালের উপর একটি এন্টিনা লাগালাম এবং এন্টিনায় একটি তার লাগিয়ে তারের অন্য পাশটি রুমে আনলাম। এবং দাঁত দিয়ে তাঁরের ভিতরের টি বের করতেছিলাম মোবাইলের সাথে পেছানোর জন্য। ঠিক ওই মুহূর্তে আসে পাশে একটা বজ্রপাত হয় যা এন্টিনা এবং এন্টিনা থেকে তারের মাধ্যমে আমার শরীরে। তখনও তারের মাথাটি আমার দাঁতের মধ্যে কিংবা হাতে পেচানো ছিল। যা হবার তাই হলো। বুকের মধ্যে এমন জোরে একটা আঘাত করলো যা অসহনশীল। সেইদিনও আমার পা মেঝেতেই ছিল।
তাই আকাশে যখন বিজলি চমকায় তখন ইলেকট্রনিক যন্ত্র (কম্পিউটার, টিভি, ফ্রিজ ইত্যাদি) বন্ধ রাখুন এবং টিভি কার্ড, এন্টিনা টিভি বা কম্পিউটার থেকে খুলে রাখুন। ব্রজপাতের ভোল্ট অনেক বেশি। এলাকার কোথাও বজ্রপাত হলে তার আসে পাশের অনেক এরিয়া নিয়ে এটি এফেক্ট ফেলে। তাই নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন।

Friday, 22 July 2016

তৈরি হচ্ছে ফেসবুকের বিমান

তৈরি হচ্ছে ফেসবুকের বিমান







যুক্তরাজ্যের সমারসেটের একটি কারখানায় নিজেদের প্রথম ড্রোন বিমান তৈরি করছে ফেসবুক। তবে যাত্রী পরিবহন, যুদ্ধ বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, উন্নয়নশীল দেশের লাখ লাখ মানুষকে ইন্টারনেটের আওতায় আনার উদ্দেশ্যে তাদের এই বিমান নির্মাণ। এটি একটি বিদ্যুৎ চালিত চালকবিহীন বা ড্রোন বিমান। সেটি আকাশে উড়ে উড়ে দুর্গম এলাকার মানুষদের ইন্টারনেট সেবা দেবে। ফেসবুকের বিমান নির্মাণের এই প্রজেক্টের নাম একুইলা। এখানে সৌরশক্তি চালিত একটি বিমান নির্মাণ করা হচ্ছে, যেটি মাসের পর দুর্গম এলাকার আকাশে উড়তে পারবে। ফলে যেসব এলাকায় বিমানটি উড়বে, সেখানকার বাসিন্দারা এটি থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। দুই বছর আগে ব্রিটেনের একটি ড্রোন নির্মাণ প্রতিষ্ঠান কিনে নেয় ফেসবুক। সেই প্রতিষ্ঠানেই তৈরি হচ্ছে এই বিমান। প্রথম বিমানটির পরীক্ষা শেষ হয়েছে যেটি আকাশে নব্বই মিনিট উড়েছে। প্রজেক্টের প্রকৌশলী অ্যান্ডি কক্স বলছেন, আমাদের এখনো অনেক কাজ বাকি রয়েছে। কারণ এই বিমানটি আকাশে একটানা অন্তত তিনমাস উড়বে এবং অন্য কোন সিগন্যালে সমস্যা না করে ইন্টারনেট সেবা দেবে। এখন পর্যন্ত সৌরবিদ্যুত চালিত বিমান সর্ব্বোচ্চ আকাশে উড়েছে দুই সপ্তাহ। ফলে ফেসবুক যে পরিকল্পনা করছে, সেটি বাস্তবায়ন করতে হলে তাদের আরো অনেক কাজ সত্যিই বাকি রয়েছে। সূত্র : বিবিসি

Thursday, 21 April 2016

যে নদীতে ডুব দিলেই হয়ে যাবেন কঙ্কাল!!

যে নদীতে ডুব দিলেই হয়ে যাবেন কঙ্কাল!!

যে নদীতে ডুব দিলেই আপনি কঙ্কাল হয়ে যাবেন!


নদীর বহমান পানির দৃশ্য, সাঁতার কাটা অনেক মজার
একটা অনুভূতি। শৈশবে নদীতে ঝাপিয়ে পড়ার
অপরূপ স্মৃতি সত্যিই অনেক মজাদার। আপনি কি
কখনও ভেবেছেন যদি এমন হয় যে,
নদীতে ডুব দিলেন আর যখন ভেসে
উঠলেন আপনার গায়ে কিছুই নেই, শুধু
হাড়গুলোই ছাড়া। তাহলে ব্যাপারটা কেমন হবে ?
অবাক করা হলেও সত্যি স্পেনে এমন একটি
নদী আছে, যেখানে ডুব দিলে কঙ্কাল
হয়ে উঠতে হবে। রিও টিনটো নামের এ
নদীর পানি অত্যন্ত আম্লিক (এসিডিক)
(pH- 1. 7- 2. 5) এবং ভারী ধাতু সমৃদ্ধ। নদীর
পানিতে রয়েছে প্রচুর ফেরিক আয়রন। এ
কারণেই নদীটি অত্যন্ত ভয়ানক। এ নদীর
কারণেই দেশটির অনেক গ্রাম স্থানান্তর
করতে হয়েছে। এমনকি নদীটি বেশ
কয়েকটি আস্ত পাহাড়কেও গ্রাস করেছে।
স্পেনের দক্ষিন পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ
নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে। এ নদীটি
মাইন খননের সময় উৎপন্ন হয়েছে। প্রায় পাঁচ
হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা
হয়েছে। এই মাইনটির ব্যাপ্তি এতোটাই ব্যাপক
যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র
সরিয়ে ফেলতে হয়েছে। এই খননের
প্যাটার্ন অর্থাৎ নদীটি এতোটাই দৃষ্টি নন্দিত
যে দেখলে মনে হবে আপনি চাঁদে
আছেন। তবে যতই সুন্দর হোক, এটাকে
স্পর্শ করা যায় না।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

Thursday, 31 March 2016

কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, ধ্বংসস্তূপের নীচে যাত্রী বোঝাই বাস(সিসিটিভি ফুটেজসহ)





জোড়াসাঁকোয় ভেঙে পড়ল নির্মীয়মান বিবেকানন্দ উড়ালপুল। বহু মানুষের হতাহতের আশঙ্কা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত অন্তত ১৩। ভেঙে পড়া ব্রিজের তলায় আটক অন্তত ২০০। উদ্ধারকার্য চলছে। পুলিশের সঙ্গে স্থানীয়রাও হাত লাগিয়েছেন। এসেছেন সেনা জওয়ানরাও। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ। চাপ চাপ রক্ত। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ। ব্রিজের তলায় চাপা পড়া অসহায় মানুষ সাহায্যের জন্য আর্তনাদ করছেন।