Showing posts with label লার্নিং. Show all posts
Showing posts with label লার্নিং. Show all posts

Thursday, 29 December 2016

PSC Result 2016 _ Subject Wise Mark Sheet প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০১৬ এখানে ক্লিক করুন

PSC Result 2016 _ Subject Wise Mark Sheet প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০১৬ এখানে ক্লিক করুন

PSC Result 2016 _ Subject Wise Mark Sheet প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০১৬ :
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর >>
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০১৬ (একক) এখানে ক্লিক করুন
Website Link: http://180.211.137.51:2811/
পরীক্ষার নামঃ
পরীক্ষার সন:
বিভাগঃ
জেলাঃ
উপজেলা/থানাঃ
রোল নম্বরঃ
এই তথ্যগুলো সঠিক ভাবে পূরন করুন ...ব্যস...।
Note:
উপরের Link কাজ না করলে নিচের Link এ গিয়ে Result দেখতে পারবেন ...।
লিংক ঃ এখানে ক্লিক করুন
বিভাগ List:
ঢাকা বিভাগ > নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর,
চট্টগ্রাম বিভাগ >> কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান,
খুলনা বিভাগ > যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ,
সিলেট বিভাগ  > সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ,
রাজশাহী বিভাগ  > সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, নওগাঁ,
বরিশাল বিভাগ  >> ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা,
রংপুর বিভাগ  > পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম,
ময়মনসিংহ বিভাগ > শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা.
PSC Result 2016 _ Subject Wise Mark Sheet প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২০১৬

Thursday, 22 December 2016

সাটলিপি শিখুন সহজ ছোট চাকরী নিন টিউটোরিয়াল পর্ব-2

কেমন আছেন সবাই? সাটলিপির প্রথম পরিচিতি মূলক গতকালের টিউন থেকে কয়েকজনের আগ্রহ দেখে পুর্নভাবে টিউন করব স্থির করেছি। আর তাই আজ হাজির হলাম পুর্নভাবে শুরু করতে। গতকালের টিউনে আমি মাত্র কয়েকটি আচড় দেখিয়েছিলাম আর ভিডিও শব্দটা ভাল ছিলনা। আজ আমি শব্দ ভাল করার চেষ্টা করেছি। আশা করি আজ কোন সমস্যা হবেনা শব্দে।

তো আজও বলছি সাটলিপিতে প্রচুর চাকরীর সুযোগ আছে। আর সবচেয়ে বড় কথা হল, সাধারন চাকরীর পরীক্ষায় প্রতিযোগিতা খুব বেশি কারন আপনার বা আমার মত মাস্টার্স পাস করা মেধাবী বহু যুবক ভাই বেকার ঘুরছেন তারা সবাই পরীক্ষায় প্রতিযোগিতা করে। বরং আমাদের থেকে তাদের রেজাল্ট ভাল। কিন্তু এই সাটলিপির পরীক্ষায় প্রতিযোগিতা খুবই কম। কারন এটি সবায় জানেন না এমনকি কোন কোন নিয়োগ পরিক্ষায় কেউ আবেদন করেন না। তাই ইহাতে চাকরীর সুযোগ বেশি।


যাই হোক ভিডিও টিউটোরিয়ালে প্রয়োজনীয় সব বলা হয়েছে। এখানে পুর্বের কথা গুলো আবার একটু বলতে চাই। ইংরেজীতে ২৬ টা অক্ষর আছে। বাংলায় ৫০টা।


কিন্তু সাটলিপিতে আছে ২৫টা। সাটলিপির অক্ষর গুলোকে আচড় বলা হয়। কারন এগুলো অক্ষর নয় শুধু মাত্র প্রতিক। বেশ কিছু প্রতিক একই রকম। শুধু দেখলে আপনি কোন পার্থক্য পাবেন না কিন্তু লেখার সময় বুঝবেন যে পার্থক্য আছে। এসব কথা অবশ্য ভিডিওতে বলা আছে এবং বুঝিয়ে দেয়া হয়েছে।

  • আজ ২৫টা আচড় সবগুলোই দেয়া হয়েছে। নিচের ভিডিও দেখুন

২৫ টা আচড় খাতায় লিখে নেবেন এবং বার বার লিখে প্রাক্টিস করবেন। আবারও বলছি সাটলিপি পুরোটা লেখার উপর শিক্ষা নির্ভর করে। সাটলিপির উদ্ভব মুলত লেখার সুবিধার জন্য তা প্রথম টিউনে বলেছি। আবার সেটা পড়ুন এখানে সাটলিপি প্রথম পর্ব

তো আজ এ পর্যন্ত, চলুন ভিডিওটি দেখি এখানে ক্লিক করুন 

সমস্যা হলে অবশ্যই জানাবেন আর ভিডিও সাউন্ড সমস্যা হলে বলবেন।

সাটলিপি শিখুন সহজ ছোট চাকরী নিন টিউটোরিয়াল পর্ব-১

আজ মন চাইল তাই একটু লিখতে চেষ্টা করেছি। ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।
আমি আজ যে বিষয়ে লিখতে চাই, আমার মনে হয় তা নিয়ে কেউ কখন লেখেননি। আমি শেখার জন্য অনেক খুজেছি ইন্টারনেটে কিন্তু পাইনি। অবশেষে আমি এক শিক্ষকের কাছে অনেক অনুরোধ করে শিখেছি,এখনো শিখছি তা হল সাটলিপি। অনেকেই হয়ত নাম শুনেছেন, যারা বেকার আছেন এবং চাকরীর জন্য নিয়মিত চাকরীর পত্রিকা পড়েন তারা নিশ্চয় দেখেছেন নিয়োগ "সাটলিপি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক" কিন্তু আমার বিশ্বাস অধিকাংশ মানুষ জানেন না এটি কি?
আমি শুরু করার আগে একটি কথা বলতে চাই যেটি আমার শিক্ষকও আমাকে বলেছিলেন তা হল সাটলিপি শেখে এমন বেকাররা যাদের কোন কাজ নাই, হাতে প্রচুর সময় ও ধৈর্য্য আছে তারা। তো শুরু করা যাক


  • সাটলিপি কি?

সাটলিপি হচ্ছে কিছু প্রতিক বা বর্ণ বলতে পারেন যা ব্যবহার করে অতি দ্রুত সাংকেতিক ভাষায় লেখা যায় যা পরে অনুবাদ করলে মূল লেখা পাওয়া যায়। অনেকে বলতে পারেন তাতে লাভ কি? এতে আবার চাকরী হয় নাকি নিয়োগ তো পড়ে মরুক।

আসলে বিষয়টা এই রকম উদাহরন সাংবাদিকরা কোন নেতার বক্তব্য লিখবেন, এখন নেতা ভাষন দিয়ে যাচ্ছেন মুখে,আপনি কি তার মুখে বলার সাথে সাথে লিখতে পারবেন? আপনার এক লাইন লেখার ভেতর নেতার বক্তব্য তো শেষ হয়ে যেতে পারে। আসলে ওখানে সাটলিপি তে লেখা হয়, পরে অফিসে তা অনুবাদ করলে হুবুহ বক্তব্য পাওয়া যায়। আবার এটি শূধু সাংবাদিক রা ব্যবহার করে না, সরকারী অফিস আদালতে বেশি ব্যবহার হয়।

তো যাই হোক সাটলিপির অক্ষর আছে মোট ২৫ টি। একে অবশ্য অক্ষর বা বর্ণ বলা হয়না। এগুলো প্রতিক তাই একে "আচড়" বলা হয়।

সাটলিপি পুরাটাই লেখার অনুশিলন এর বিষয়, এবং ঐ প্রতিক এখানে লেখা সম্ভব না কারন ঐ আচড় গুলো নাই।হয়ত বিকল্প দু একটা আছে কিন্তু তাতে হবে না তাই খাতাই লিখতে হবে যেমন অংক করা হয়। এজন্য আমি একটি ভিডিও টিউটোরিয়াল করেছি যা দেখলে বুঝতে পারবেন।ভিডিও দেখুন

ভিডিওতে শব্দটা ভাল হয়নি কিন্তু তবুও দিলাম কারন এটা পরিচয় পর্ব, আমি জানিনা আসলে কেউ এটি শিখতে আগ্রহী কিনা? যদি কেউ আগ্রহ দেখান, টিউমেন্ট করে চালিয়ে যেতে বলেন তবে সুন্দর করে বর্ণনা করব ও শব্দ ভাল করে দেব। আগে এটি দেখে ভাবুন আসলে আপনি শিখতে চান কিনা। ধৈর্য আছে কিনা। আপনাদের অনুপ্ররণা আশা করছি যাতে টিউনটি চালিয়ে যেতে পারি।