জোড়াসাঁকোয় ভেঙে পড়ল নির্মীয়মান বিবেকানন্দ উড়ালপুল। বহু মানুষের হতাহতের আশঙ্কা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত অন্তত ১৩। ভেঙে পড়া ব্রিজের তলায় আটক অন্তত ২০০। উদ্ধারকার্য চলছে। পুলিশের সঙ্গে স্থানীয়রাও হাত লাগিয়েছেন। এসেছেন সেনা জওয়ানরাও। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ। চাপ চাপ রক্ত। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ। ব্রিজের তলায় চাপা পড়া অসহায় মানুষ সাহায্যের জন্য আর্তনাদ করছেন।
কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, ধ্বংসস্তূপের নীচে যাত্রী বোঝাই বাস(সিসিটিভি ফুটেজসহ)
4/
5
Oleh
Check This Out