Wednesday, 5 October 2016

জিপিতে এখন Clash of Clans, Clash Royale এবং Boom Beach খেলুন একদম ফ্রীতে কোন প্রকার ডাটা চার্জ ছাড়াই

আশা করি, আপনারা সবাই ভাল আছেন । আমিও আপনার দোয়াতে ভালই আছি । 🙂
সময়ের অভাবে এখন  পোষ্ট করা হয় না , তবে সব সময়ই চেষ্টা করি আপনাদের নতুন কিছু উপহার দিতে ।
তাই আজকে আবার পোষ্ট করতে চলে এলাম, তা যাই এখন পোষ্টের বিষয়ে চলে যাই ।
আমরা প্রায় সবাই কম বেশি Clash of Clans, Clash Royale এবং Boom Beach খেলে থাকি, কিন্তু এর জন্য আমাদের অনেক এম বি খরচ করতে হয় । কিন্তু গ্রামীনফোন আপনাদের কথা চিন্তা করে, আপনাদের জন্য Supercell এর Clash of Clans, Clash Royale এবংBoom Beach গেম ফ্রী করে দিয়েছে । 😀
free

আসুন এবার দেখে নেই কিভাবে আপনি এই গেম গুলো ফ্রীতে চালাতে পারবেন । 😀
প্রথমেই আপনাকে নিচের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে ।
DataEye | Save Mobile Data icon

DataEye ডাউনলোড 

ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করুন । তারপর অ্যাপ্সটি খুলুন , এবার দেখুন (Servics Status) নিচে ১টা  On/off বাটন আছে সেটাতে ক্লিক করে অন করুন ।
 DataEye | Save Mobile Data- screenshot
 DataEye | Save Mobile Data- screenshot


তারপর কানেক্টেড হয়ে গেলে ফ্রীতে খেলতে থাকুন Supercell এর Clash of Clans, Clash Royale এবং Boom Beach গেম ।
পোষ্টটি কেমন লাগলো জানাবেন  এবং কোন সমস্যা হলে মন্তব্য করতে ভুলবেন না । 😀
ধন্যবাদ সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য ।

[ বিঃদ্রঃ শুধুমাত্র যারা এ বিষয়ে জানেন না, তাদের উদ্দেশ্য এই পোষ্টটি করা হয়েছে ]
প্রতিদিন 15mb পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
ফুল ক্রেডিট: ‍স্বাধীন ভাই (ট্রিকবিডি টিউনার)

Related Posts

জিপিতে এখন Clash of Clans, Clash Royale এবং Boom Beach খেলুন একদম ফ্রীতে কোন প্রকার ডাটা চার্জ ছাড়াই
4/ 5
Oleh

Subscribe via email

Like the post above? Please subscribe to the latest posts directly via email.