Showing posts with label Live TV. Show all posts
Showing posts with label Live TV. Show all posts

Sunday, 4 December 2016

কিভাবে আপনার কম্পিউটার থেকে ফেসবুকে লাইভ করবেন(ভিডিও)

আসালামু আলাইকুম, আসা করি সবাই ভাল আছেন।
বন্ধুরা আজ আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ফেসবুক লাইভ। আজ আপনাদের দেখাব কিভাবে কম্পিউটার থেকে ফেসবুকে লাইভে যেতে হয়। এখানে আপনি আপনার কম্পিউটার থেকে ভিডিও, খেলা, লাইভ শো ইত্যাদি লাইভ করতে পারবে।
এর জন্য আপনাকে তিনটি কাজ করতে হবে।
১। আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে।
২। কি লাইভ করবেন সেটা প্রস্তুত করতে হবে।
৩। লাইভ করতে হবে।
১। সফটওয়্যার ইনষ্টলঃ
প্রথমে আপনাকে Xsplit নাকে একটি সফটওয়্যার ইনষ্টল করতে হবে।ডাউনলোড লিংক  থেকে সফটওয়্যার টি ডউনলোডে করে নিতে পারেন। এরপর ডাউনলোড করে সফটওয়্যার ইনষ্টল করতে হবে।ইনষ্টল হয়ে গেলে আপনাকে রেজিস্টেশন করতে হবে। এরপর লগইন করতে হবে।   কিভাবে  সফটওয়্যার ইনষ্টল কবেন তা নিচের ভিডিওটি  দেখতে পারেন।
২। প্রচ্ছেদ প্রস্তুত করাঃ
সফটওয়্যারটি ইনষ্টল হলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যা প্লে করতে চান তা অ্যাড করতে হবে। এখানে নিচে অ্যাড অপশন এ কিছু অপশন আছে। এখান থেকে আপনি বিভিন্ন ভিডিও, আপনার ডেস্কটব স্ক্রিন, ছবি, HTML, আর আনেক কিছু অ্যাড করতে পারবেন। ভিডিওটি দেখে আর বিস্তারিত ভাবে দেখতে পারে।
৩। লাইভঃ
প্রথমে আপনকে উপরে আউটপুট অপশন থেকে সেটআপ নিউ আউটপুট অপশন এ যেতে হবে। তারপর এখান থেকে ফেসবুক লাইভ অপশন সিলেক্ট করতে হবে। তারপর প্রয়োজনীয় কিছু অপশন পরিবর্তন করে অকে দিতে হবে। তারপর আউটপুট থেকে ফেসবুক এ ক্লিক করবেন। দেখবে লাইভ হচ্ছে। আরো জানতে ভিডিও দেখতে পারেন।
আমার টিউনটি আপনাদের ভাল লাগলে টিউমেন্ট বক্সে টিউমেন্ট করবেন।

Saturday, 19 November 2016

অনলাইনে দেখুন ডিসকভারী বাংলা, এইচবিও, সনি সিক্স, জিটিভি সহ অন্যান্য সকল টিভি। ২০১৬ আপডেটেড।

অনলাইনে দেখুন ডিসকভারী বাংলা, এইচবিও, সনি সিক্স, জিটিভি সহ অন্যান্য সকল টিভি। ২০১৬ আপডেটেড।

শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই। নেটে খুজতে খুজতে পেয়ে গেলাম অনলাইনে লাইভ দেখার লিংক।
শিরোনাম দেখেই বুঝে গেছেন আজকে আমরা সবাই মিলে টিভি দেখব।
চলুন যাওয়া যাক !
ডিসকভারী ও এইচবিও দেখার লিংক আমি অনেক দিন ধরেই হন্নে হয়ে খুজছিলাম। পাচ্ছিলাম না। আজ পেয়ে গেলাম তাই ভাবলাম আপনাদের জন্যও শেয়ার করি।
লিঙ্কটা মূলত বিডি আই এক্স এর লিংক। তবে আশা করি সকলেরই কাজে আসবে।

উপরের ছবিতে যে চ্যানেল গুলো দেখা যাচ্ছে তা ছাড়াও দেখা যাবে রেগুলার বাংলাদেশি চ্যানেলগুলো।
আর কথা বাড়াচ্ছি না। নিচের লিঙ্কে চলে যান আর দেখতে থাকুন অনলাইন টিভি।
এখান থেকে খুব সহজেই দেখা যাবে।
আর এটি ছাড়াও যারা এইচবিও তে মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে দক্ষিন এশীয় দেশগুলোর জন্য এইচবিও এর টিভি শিডিউল লিংক।
লিঙ্ক এর জন্য নিচের ছবিতে ক্লিক করুন। 
টিউন বুঝতে কারো কোন সমস্যা হলে নিচের ইউটিউব লিংক থেকে ভিডিও দেখে নিতে পারেন।
ভিডিওটিতে আপনি পাবেন টিভি দেখার লিংক সহ, HBO এর দক্ষিন এশীয় দেশ গুলোর জন্য টিভি শিডিউল।
উপভোগ করুন।
আপনাদের কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করে জানতে পারেন।
আপডেট থাকুন, টেকনলজির সাথেই থাকুন।
সবাইকে শুভ রাত্রি। বাই বাই।