আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও কল রেকর্ড করবেন। আমরা অনেকেই ভিডিও কল রেকর্ড করার জন্য ফোন রুট করে থাকি কিন্তু আজকে আপনাদের যে প্রসেসটা দেখাবো এটা করতে ফোন রুট করতে হবেনা। ফুল এইচ ডি মোডে রেকর্ড করতে পারবেন। সবথেকে সুবিধার বেপার হলো এটা একদম ফ্রি ।আসা করছি সবার কাজে আসবে আমি আপনাদের কাজের সুবিধার জন্য একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি।
ভিডিও টিউটোরিয়াল এর ইউটিউব লিংক এখানে ঃ
আপনাদের যদি সফটওয়ারের ডাউনলোড লিংক লাগে ভিডিও এর Descriotion এ গেলে ডাউনলোড লিংক পাবেন। ভিডিও টা দেখলে ইনশাআল্লাহ্ সবাই ভিডিও কল রেকর্ড করতে পারবেন।
আগামি টিউনে আমি দেখাবো কিভাবে আইফোনে ভিডিও কল রেকর্ড করবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার টিউনটি পরার জন্য। আজকের মতো আমার টিউন এখানেই শেষ করছি আর কোন ভুল হলে ক্ষমা সুন্দর দিষ্টিতে দেখবেন।
ভিডিও কল রেকর্ড করুন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে স্কাইপি,ইমো,ভাইবার,মেসেঞ্জার সবগুলাতেই কাজ করবে।রুট করা লাগবেনা
4/
5
Oleh
Check This Out