Wednesday, 29 June 2016

লাইফটাইম ভার্সন Internet Download Manager 6.22 With Crack

লাইফটাইম ভার্সন Internet Download Manager 6.22 With Crack


বিসমিল্লাহীর রহমানির রাহীম আসসালামুআলাইকুম,
মহান আল্লাহর রহমতে সবাই ভাল থাকুন এই বলে আমার পোষ্ট শুরু করছি।
বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম  লেটেস্ট Internet Download Manager 6.22  With Crack হ্যা বন্ধুরা আপনার আগের ভার্সনটি এখনই রিমোভ করে Internet Download Manager 6.22  ইন্সটল করে নিন। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন নাই কারন আমরা সবাই এটার সম্পর্কে খুব ভালই জানি তবে একটা কথা  মনে রাখবেন Crack করার পর   সফটওয়ারটি কখনও আপডেট দিবেন না।
প্রথমে এই লিঙ্ক  OR এই লিঙ্ক  OR এই লিঙ্ক  থেকে IDM এর ফাইলটি ডাওনলোড করুন।
এখন কাজের কথায় আসি,
১. প্রথমে মুল ফাইল ইন্সটল করবেন Or আপডেট করুন ( যদি আপডেট দেয়া Possible হয়)।
২. সকল ভাইরাস গার্ড অফ করুন।
৩. তারপর ওপেন করুন।
৪. তারপর Crack ফাইলটি রান করান। আপডেট করান (যদি আপডেট দেয়া Possible হয়)।
৫. Crack বাটনে ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করুন
৬. IDM একটিভেট সাকসেসফুল
৭. IDM ওপেন করুন এবং লাইফটাইম ভার্সন উপভূগ করুন।

Monday, 20 June 2016

ইংরেজিতে পাস ঠেকাই কে ? আসুন শুধুমাত্র একটি লেকচার শীট পড়েই ইংরেজিতে ১০০% পাসের নিশ্চয়তা অর্জন করি (৬ষ্ঠ থেকে – ডিগ্রী পর্যন্ত কাজে লাগবে)







আপনা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। কেনইবা থাকবেন না। এখন আমি আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি লেকচার শীট যার মাধ্যমে আপনি যে কোনো ইংরেজি পরীক্ষায় Written Part এ শত ভাগ উত্তর দিয়ে পারবেন। এই শীটটা ভাল করে আয়ত্ত করলে আপনাকে শত শত Paragraph, Application, Letter, Email, Composition, CV ইত্যাদি মুখস্ত করা লাগবে না। শুধু মাত্র একটি Paragraph, Application, Letter, Email, Composition, CV মুখস্ত করার মাধ্যমেই আপনি শত শত Paragraph, Application, Letter, Email, Composition, CV লেখার দক্ষতা অর্জন করতে পারেন।


  • আসুন কথা না বেচে কাজে প্রমাণ দিই।


ধরুন আপনি একটি CV with Cover Letter মুখস্ত করবেন। আপনাকে ১৫/২০ মুখস্ত না করে শুধু মাত্র একটি CV with cover letter মুখস্ত করলেই সব গুলোর উত্তর দিতে পারবেন।


তাহলে আর দেরি কিসের ? এখনই ডাউনলোড করুন যে কোনো Paragraph, Application, Letter, Email, Composition, CV লেখার নিয়ম।


আজ আর নয়। আবার হাজির হব লেখাপড়া বিষয়ক নতুন কোন পদ্ধতি নিয়ে।

Sunday, 19 June 2016

ঈদ উপলক্ষে ছেলেদের নতুন স্টাইলে চুল কাটার ডিজাইনের Apps নিয়ে নিন।





বর্তমানে আমরা সবাই নতুন নতুন স্টাইলে চুল কাটাতে চাই।
কিন্তু এত্ত এত্ত স্টাইল আর নাম মনে রাখা সম্ভব হয় না। তাই এপ্সটি সংগ্রহ করে রাখুন। যখন চুল কাটাতে যাবেন, তখন স্টাইল গুলো দেখে ডিসাইড করতে সুবিধা হবে।
স্টাইলের নাম ও ছবি নাপিত কে দেখালে তো আরো সুবিধা হবে।
আশা করি আপনাদের ভালো লাগবে। কোন টিউমেন্ট থাকলে রিভিউ করে যানাবে। আপনার রিভিউ আমাকে আরো নতুন নতুন স্টাইল যোগ কোরতে আগ্রহ দিবে।
এপ্সটির সুবিধা:
  • → প্রতিটি স্টাইলের নাম ও ছবি 
  • → অফলাইনে কাজ করবে।

ঈদ উপলক্ষে শিখে নিন বাহারি latest মেহেদী ডিজাইন for full hands-2016 (With Video)

উৎসবের দেশ মানেই প্রিয় বাংলাদেশ। আর এই ঈদের উৎসব মানেই বাংলাদেশীদের সাজগোজ। দেশের বাঙালি নারীরা যেমন উৎসব পালন করতে পছন্দ করেন ঠিক তেমনি সাজতেও পছন্দ করেন তাও অনেক বেশি । তাই পলেহা বইশাখ, পহেলা ফাল্গুন, বিয়ে, পুজা- পারবণ, ঈদ, ভালোবাসা দিবস সব উৎসবেই সাজগজের জন্য আদিকাল থেকেই চলে আসছে মেহেদির চল। বিশেষ করে বিয়েতে মেয়েরা হাত ভরতি মেহেদি লাগায়। কিন্তু মনের মত রঙ না হলে মেহেদি লাগানোর আনন্দই মাটি হয়ে যায়। তাই একটু নিয়ম পালন করলেই আমরা মেহেদি থেকে মনের মত রঙ পেতে পারি যা আমাদের হাতের সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে তোলে এবং উৎসবের আনন্দকে দিগুণ করে দেয়। আর সেই জন্য আপনাদের জন্য আমাদের তরফ থেকে পহেলা বৈশাখের অবিশ্বাস্য কিছু ডিজাইন যা এই বৈশাখে যেকোন মহিলাকে নজর কারতে বাধ্য।

  • মনে রাখবেনঃ
আপনি যদি হাতে ওয়াক্সিং করে থাকেন তাহলে সাথে সাথে ওইখানে মেহেদি লাগাবেন না। মেহেদি লাগানোর আগে দুই তিন দিন অপেক্ষা করুন। নয়ত আপনার ত্বকের ক্ষতি হতে পারে।
মেহেদি লাগানোর আগে আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলে ঠিকভাবে শুকিয়ে নিন। টিউব মেহেদি লাগানোর সবছে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটাকে শক্ত করে ধরা। তা না হলে ডিজাইন নস্ট হয়ে যেতে পারে। লাগানোর সময় হাতের সামনে অতিরিক্ত কাপড় বা টিস্যু রাখুন যাতে অতিরিক্ত মেহেদি লেগে গেলে খুব দ্রুত মুছে ফেলা যায়।
মেহেদি লাগানোর পরে কি করবেন? যখন মেহেদি একটু একটু করে শুকাতে শুরু করে তখন আপনি একটি পাত্রে সামান্য একটু লেবুর রস আর চিনি মিশিয়ে তুলার বল দিয়ে রস টা নিয়ে হাতে মিশ্রণটি লাগান। এতে মেহেদীর রঙ আরও অনেক বেশি গাড় হয়।
সাধারণত রাতে ঘুমাতে যাওয়ার ২/৩ ঘণ্টা আগে মেহেদি লাগানো ভালো। সারা রাত হাতে মেহেদি রেখে দিলে এর রঙ ভালো হয়। মেহেদি শুকিয়ে গেলেও হাত ধুবেন না। অন্তত ৮ ঘণ্টা পানি থেকে হাত দূরে রাখুন। যত দেরীতে পানি লাগাবেন হাতে তত বেশি রঙ গাঢ় হবে।

  • মেহেদির রঙ তুলতেঃ
যে কোন ধরনের ব্লিচ ক্রিম অথবা টুথপেস্ট হাতে লাগিয়ে ঠিকমত শুকিয়ে নিন। এরপর হাত ঘষলেই দেখবেন আপনার হাতে লাগানো মেহেদির রঙ অনেকটাই হালকা হয়ে যাবে।

নিচের ভিডিওটি দেখে দেখে নিজেই Latest ডিজাইনটি করুণ।


Thursday, 16 June 2016

Download Now OfficeSuite + PDF Editor



The latest OfficeSuite is our fastest ever, with drastically improved speed across the entire app and a refreshed design that makes it easier to use than ever!

  • The most downloaded office app on Google Play 
  • Delivers the most exclusive features over any other office app 
  • Installed on 200 million devices in 205 countries and counting
OfficeSuite lets you easily view, edit, and create Word, Excel, and PowerPoint documents, convert to/from PDF, and manage your files all with the most feature-rich mobile office solution available on Android.
Preloaded by top manufacturers including Sony, Amazon, Sharp, Acer, Alcatel, Kyocera, Toshiba and more.
GOOGLE PLAY EDITORS’ CHOICE INFOWORLD’S TOP MOBILE OFFICE LIFEHACKER BEST ANDROID OFFICE APPPCMAG EDITORS’ CHOICE AWARD
THE LATEST OFFICESUITE IS SPECIALLY DESIGNED AROUND ANDROID M:
• Create a profile and save your app settings and personalizations across devices
• Use OfficeSuite on both Android and iOS platforms
• Open multiple documents simultaneously
• Create custom headers, footers, and page number options for Word documents
• Add freehand drawings over PowerPoint slides
• Protect individual sheets and cells in Excel for extra security
• Cast presentations across multiple devices on the same network with Share Cast
• Use Quick Sign to easily sign a PDF using your digital signature
KEY FEATURES:

  • View, create and edit complex office documents all from a familiar desktop-style interface 
  • Full compatibility with Microsoft formats including DOC, DOCX, DOCM, XLS, XLSX, XLSM, PPT, PPTX, PPS, PPSX, PPTM, PPSM 
  • Support for PDF files including PDF camera scanning and Export to PDF
  • Additional support for common formats like RTF, TXT, LOG, CSV, EML, ZIP; (Open Office – ODT, ODS and ODP – support available as in-app purchase) 
  • Integrated with File Commander for advanced synchronization and quick and easy access to both local and remote files 
  • Sharing via cloud services like Box, DropBox, Google Drive, OneDrive, Amazon Cloud Drive and SugarSync, as well as over email, Bluetooth and Wi-Fi Direct 
  • PDF security and editing features including digital signatures support, permissions management, text to PDF, and annotations 
  • Available in 68 languages

ALSO AVAILABLE AS PART OF OFFICESUITE PREMIUM: 
• Use your OfficeSuite subscription across all your Android and iOS devices
• Security features – work with password protected files
• Export PDF to Word, Excel, or ePub and convert any file to PDF
• Track changes with multiple author support
• QuickPDF Scanner – easily scan documents and images with your camera
• PhotoSuite Professional – MobiSystems’ powerful photo editing app
• QuickWrite predictive keyboard – quicken your typing based on usage patterns
• Microsoft Compatibility Font Pack – view documents the way they’re meant to be seen
• Spell check – make sure your important documents are error free
• Look up words with the Oxford dictionary of English add-on
• Legacy Microsoft document formats support (.DOC, .XLS, .PPT) along with .ODF formats
Control presentations in OfficeSuite from SONY SMARTWATCH 2/3 by sliding left and right to move between slides.
Manage OfficeSuite presentations with SONY SMARTBAND:Use volume up/down to change slides, tap on touch screen to display animations. Slide notes will display on screen.


Sunday, 12 June 2016

Hotspot Shield 5.20.22 Elite New Crack is Here ! [Latest]


Hotspot Shield 5.20.22 Elite
Though Hotspot Shield Elite lets you download and surf without a bandwidth cap, you are limited to seven days before you have to pay. There is a wholly free version, but it’s riddled with ads. Once you’ve registered with Hotspot Shield, protecting your surfing only requires one click and no complicated setup.
After the success of Hotspot Shield 3.42 Elite Crack which got 150k+ downloads we bring you the elite crack of latest Hotspot Shield. It is most efficient & reliable crack of Hotspot Shield ! .
How to Crack ?
  1.  Install Hotspot Shield 4.15.3 & Install update of 5.20.22 as Administrator
  2. Run Hotspot Shield Elite Universal Crack
  3. Click Crack button
  4. A new small window will appear in the crack then click on icon in the window
  5. Wait till it write registry keys
  6. Exit that window & crack
  7. Run Hotspot Shield & You will upgrade to elite !
  8. That’s all  🙂





Saturday, 11 June 2016

Bijoy Bayanno 2014 Serial key plus Activation code


Bijoy Bayanno 2014 Serial key, is a powerful bangla typing software and make all your works easy. Bijoy Bayanno as well as most popular Bangla typing software. You can easily use mobile, android, laptop, computer, along with other Operating System. Its From all over the world many Bangladeshi peoples are living. basically Bijoy is a a bangla Word and its meaning is the victory.
You can type both Unicode and Non Unicode Bangla with this software. Here you can download Bijoy Bayanno 2014 Activation code for 32 & 64 bit. It bijoy software work really goods. its installation procedure is just away from few clicks. its full setup is available on my site. just click on download link and follow instructions. it do not require any extra knowledge. Download Bijoy Bayanno 2014 for windows XP, Windows 7, Windows 8.

Bijoy Bayanno 2014 Features:-

  • Best and Enjoying software.
  • Support Mobile and Android Part form.
  • You can download it with serial keys.
  • It has all latest and updated features.
  • It is an extremely easy to use and install.
  • Unicode Typing system are available here.
  • It support all most all Version and device.
  • it is designed with user friendly interface.
  • All Most all device supported Bangla Typing software.

Bijoy Bayanno 2014 Serial key + Activation code:-

Bijoy Bayanno 2014 Serial key is also easily available on my download link. Just download full version given below after installation extract file and copy activation code.

Support Operating System:-

  • Windows 2000 (all editions).
  • Windows 2003 Server (all editions).
  • Windows XP (all editions).
  • Windows Vista (all editions).
  • Windows 2008 Server (all editions).
  • Windows 7 (all editions).
  • Windows 8.
  • Windows 8.1

Bijoy Bayanno 2014 Serial key plus Activation code download


Tuesday, 7 June 2016

বাংলাদেশি উদ্ভাবকের বিদ্যুৎবিহীন এসি (ভিডিওসহ)

  • গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে বাংলাদেশি উদ্ভাবকের বিদ্যুৎবিহীন এসি; এবারনিজেই আপনার বাসায় আপনি নিজেই এসি তৈরী করুন
কোমলপানীয় ও বোতলজাত পানির ব্যাপক ব্যবহারের ফলে প্লাস্টিকের বোতল এখন সহজলভ্য। অনেকেই প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি কিংবা টব বানাচ্ছেন। কিন্তু কখনও ভেবেছেন এইপ্লাস্টিকের বোতল দিয়েই তৈরি করা সম্ভব শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র? শুধু তাই নয়, এই এসিতে কোনও বিদ্যুৎ লাগবে না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো- খুব সহজেই এটা তৈরি করে ঘর শীতল রাখা যাবে। অসম্ভব মনে হলেও অভিনব বিদ্যুৎবিহীন ও পরিবেশবান্ধব এমনই এসি উদ্ভাবন করেছেন বাংলাদেশি উদ্ভাবক আশীষ পাল। সেই এসি এখন ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামে। বিজ্ঞানমনস্ক আশীষ পাল কাজ করেন সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা গ্রে গ্রুপে।

প্রতিষ্ঠানটিতে তিনি ক্রিয়েটিভ সুপারভাইজার হিসেবে কর্মরত। তিনিই প্লাস্টিকের বোতল দিয়ে স্বল্প খরচেএ বিদ্যুৎবিহীন ও পরিবেশবান্ধব এসিউদ্ভাবন করেছেন। তার এই উদ্ভাবনের পর গ্রে গ্রুপ কল্যাণমূলক কাজ হিসেবে গ্রামীণ বাংলার হাজার হাজারমানুষকে এই যন্ত্র তৈরি শেখানোর প্রকল্প হাতে নিয়েছে। গ্রে গ্রুপেরপ্রশিক্ষক দল বেসরকারি সংস্থা গ্রামীণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ইন্টেলের মিলিত ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রামীণ-ইন্টেলের সহায়তায় গ্রামে গ্রামে যাচ্ছে ও গ্রামবাসীদের এই যন্ত্র তৈরির পদ্ধতি শেখাচ্ছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘ইকো কুলার’। এ প্রকল্পের মাধ্যমে তৈরি করা যন্ত্রগুলো বিনামূল্যে বিতরণ করা হবে। গ্রামীণ-ইন্টেল যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। আশীষ পাল, ইকো কুলারের উদ্ভাবকগ্রে গ্রুপের ক্রিয়েটিভ ডিরেক্টর জাইয়ানুল হক জানান, বাংলাদেশের গ্রামীণ মানুষদের কথা সব সময় ভাবতেন আশীষ পাল। একদিন তিনি শুনতে পান তার মেয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ব্যাখ্যা করছেন, দ্রুত গতিতে গ্যাস চলাচলের ফলে তা শীতল হয়। গ্যাস শীতলহওয়ার এই ব্যাখ্যা তার মনে দাগ কাটে।

বিজ্ঞাপনী সংস্থায় কাজ করলেওআশীষ পালের উদ্ভাবনী মন ছিল। তাছাড়া বিজ্ঞানের প্রতিও ছিল বেশ আসক্তি। এরপর থেকেই তিনি পরীক্ষা শুরু করেন। যখন সফল হলেন আমাদের তা জানালেন। প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশ বান্ধব এসি বানানোর কৌশলটি অভিনব এবং খুব সহজ। জাইয়ানুল হক আরওজানান, বন্যাপ্রবণ দেশ হওয়ায় গ্রামের অনেক মানুষই বাড়ি তৈরির জন্য মাটির বদলে ব্যবহার করেন টিন। এই টিনের ঘরবাড়িগুলো গরমের সময় অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। তিনি নিজেও এ ধরনের বাড়িতে থেকেছেন। ফলে কী ভয়াবহ কষ্টে টিনের ঘরের মানুষদের দিন কাটাতে হয় তা তিনি জানেন। ফলে তারা গ্রামীণ মানুষদের জন্য ‘ইকো কুলার’ প্রকল্প শুরু করেছেন। গত বছর মার্চ মাসে প্রথম ইকো কুলার তৈরি করা হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গ্রামে গ্রামে এই যন্ত্র বানানো শেখানো শুরু হয়েছে। এই যন্ত্র চালাতে কোনও বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হয় না। ফলে, এর সাহায্যে সহজেই ঘর শীতল রাখতে পারবেন গ্রামের মানুষ। সংস্থাটি জানায়, এই যন্ত্র দিয়ে ঘরের তাপমাত্রা ৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমিয়ে আনা যায়।

যখন ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে তা মানুষকে অনেক স্বস্তি দেয়। যেভাবে তৈরি করা যায় এই কুলার: বাতাস শীতল করার এই যন্ত্রের নির্মাণ কৌশল বিস্ময়কর সাদামাটা। এটি তৈরি করতে হলে কয়েকটি প্লাস্টিকের বোতল মাঝ বরাবর কেটে বোতলগুলোর গলা একটি শক্ত কাগজে আটকে দিতে হবে। বোতলের গলার সরু অংশঘরের দিকে মুখ করে কাগজের বোর্ডটি জানালায় স্থাপন করলেই হয়ে যায় একটি কুলার। কাটা অংশ দিয়ে বাতাস এসে সরুঅংশ দিয়ে বের হওয়ার সময় চাপের ফলে শীতল হয়ে পড়ে। ইকো কুলার তৈরি শেখানো হচ্ছে গ্রামের মানুষকেএই কুলারের কর্মকৌশলটির সহজ ব্যাখ্যা হচ্ছে, আমরা মুখ হা করে যদি জোরে শ্বাস ছাড়ি তাহলে গরম বাতাস বের হয়েআসে। কিন্তু ঠোঁট সরু করে শ্বাস ছাড়লে তা ঠাণ্ডা অনুভূত হয়। এ প্রক্রিয়াতেই ঘরের বাতাস শীতল করে ‘ইকো কুলার’। সংস্থাটির আশা, বাংলাদেশে প্লাস্টিকের বোতল খুব সহজলভ্য হওয়ার কারণে এই ইকো কুলার তৈরি একেবারে সহজ। এর মধ্য দিয়ে গ্রামের মানুষরা প্রচণ্ড গরমে কিছুস্বস্তি পাবেন-